প্রশ্নঃ জ্বীনদের উপর যখন মৃত্যু আসে তখন তাদের অস্তিত্ব বা দেহ কোথায় দাফন করা হয়? 


মাসআলাঃ

উত্তরঃ মাওলানা আনওয়ার শাহ কাশমীরী এর মালফুজাতের মধ্যে রয়েছে জ্বীন শূন্য স্থানে বা খালি ময়দানে দাফন হয়। (আল্লাহ ও তাঁর রাসূল অধিকজ্ঞাত)


মাসআলাঃ 


প্রশ্নঃ শিশুদের বা বালকদের ইসলাম গ্রহনীয় কি-না? শিশুদের বা বালকদের মুরতাদ বা ধর্ম ত্যাগী হওয়া সহী কি-না?


উত্তরঃ তাঁর নিকট সাহায্য প্রার্থনাকারি। যে শিশু বা বালক জ্ঞানবান হয় তার ইসলাম সহী ও গ্রহণীয় এবং তার মুরতাদ হওয়াও সহী, যেভাবে তার ইসলাম সহী। আর এমন শিশু বা বালক এর উপর মুসলমান হয়ে যাওয়ার জন্য বাধ্য করা হবে, হত্যা করা যাবেনা। মুরতাদের স্ত্রীকে ছাড়িয়ে নেয়া হবে যাতে সে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। (আল্লাহ ও তাঁর রাসূল অধিক জ্ঞাত)


মাসআলাঃ ফাসিকদের দাওয়াত কবুল করতে হুজুর (ﷺ) নিষেধ করেছেন। যথা: হযরত ইমরান বিন হোসাইন (رضي الله عنه) থেকে বর্ণিত আছে, রাসূল (ﷺ) ফাসিকের দাওয়াত কবুল করতে নিষেধ করেছেন। ২৬৯

 ➥২৬৯. মিশকাত শরীফ।

 
Top