দ্বাবিংশ অধ্যায়


ফজর নামাজ



সালাতুল ফজরের সাথে নির্দিষ্ট সুন্নাত রয়েছে, এগুলো হচ্ছেঃ


 ১। ফরজের পূর্বে দুই রাকাআত সুন্নাত সালাতকে সংক্ষিপ্তভাবে আদায় করা, আয়িশা رضي الله عنها থেকে বর্ণিতঃ ‘নবী ﷺ ফাজরের আযান এবং ইক্বামতের মধ্যে সংক্ষিপ্ত দুই রাকাত সালা আদায় করতেন।’


مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَمَّتِهِ عَمْرَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ح و حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى هُوَ ابْنُ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُخَفِّفُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ حَتَّى إِنِّي لَأَقُولُ هَلْ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ.


‘আয়িশা رضي الله عنها থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, নবী ﷺ ফজরের সালাতের পূর্বের দু’রাক’আত (সুন্নাত) এত সংক্ষিপ্ত করতেন এমনকি আমি (মনে মনে) বলতাম, তিনি কি (শুধু) উম্মুল কিতাব (সূরা ফাতিহা) তিলাওয়াত করলেন? 

  

(সহিহ বুখারী, হাদিস নং ১১৭১) (ই.ফা. ১১০২)



 ২। সুন্নাত সালাতে তিলাওয়াতের জন্য আয়াতসমূহ হচ্ছে,


 প্রথম রাকাতে সূরা আল বাক্বারার ১৩৬ নং আয়াত, দ্বিতীয় রাকাতে আলে ইমরানের ৫২ নং আয়াত।


أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ يَسَارٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي رَكْعَتَيِ الْفَجْرِ فِي الْأُولَى مِنْهُمَا الْآيَةَ الَّتِي فِي الْبَقَرَةِ: {قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا} [البقرة: 136] إِلَى آخِرِ الْآيَةَ وَفِي الْأُخْرَى {آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ} [آل عمران: 52] "


ইব্ন আব্বাস رضي الله عنه থেকে বর্ণিতঃ:


রাসুলুল্লাহ ﷺ ফজরের সুন্নত দু’রাকাআতের প্রথম রাকাআতে সূরা বাকারার (আরবি) এই আয়াতখানা শেষ পর্যন্ত পাঠ করতেন। আর দ্বিতীয় রাকআতে (আরবি) আয়াতখানা পাঠ করতেন। (সূরা আল-ইমরান)

 

(সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৯৪৪)



 বিকল্পভাবে, প্রথম রাকাতে সুরা কা-ফিরু-ন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করা। 


أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ دُحَيْمٌ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَرَأَ فِي رَكْعَتَيِ الْفَجْرِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ»


আবু হুরায়রা رضي الله عنه থেকে বর্ণিতঃ:


রাসুলুল্লাহ ﷺ ফজরের সুন্নত দু’ রাকা’আতে (আরবি)  এবং (আরবি) পাঠ করেছেন।

  

(সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৯৪৫)



 ৩। সুন্নাত সালাতের পর ডান কাতে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়া। 


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى رَكْعَتَىِ الْفَجْرِ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ‏.‏


‘আয়িশা رضي الله عنها থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, নবী ﷺ ফজ্‌রের দু’রাকআত সালাত আদায় করার পর ডান কাতে শয়ন করতেন।

  

(সহিহ বুখারী, হাদিস নং ১১৬০)



 [লক্ষ্যনীয়, রাসুল ﷺ'র সাধারন অভ্যাস ছিল তিনি বাড়িতে ফজরের সুন্নাত আদায় করেতেন।]



 ফজরের পর বসাঃ-  


ফজর নামাজের পর বসা সুন্নাতের অন্তর্ভুক্ত-


 যখন নবী ﷺ ফাজরের সালা আদায় করতেন, তিনি ঐ স্থানে বসে থাকতেন সূর্য হাসসানাহ (ষ্পষ্টভাবে উঠা) পর্যন্ত। 


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ ‏"‏‏.‏


আবূ হুরায়রা رضي الله عنه থেকে বর্ণিতঃ:


আল্লাহ ﷻ'র  রাসুল ﷺ বলেছেনঃ তোমাদের কেউ মসজিদে সালাতের পরে হাদাসের পূর্ব পর্যন্ত সেখানে সালাত আদায় করেছে সেখানে যতক্ষণ বসে থাকে ততক্ষণ মালাকগণ তার জন্য দু’আ করতে থাকেন। তাঁরা বলেনঃ হে আল্লাহ! তাকে ক্ষমা কর। হে আল্লাহ! তার উপর রহম কর। 

   

(সহিহ বুখারী, হাদিস নং ৪৪৫) (ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩২)


 মসজিদের বসার উপকারিতা হচ্ছে আল্লাহ ফিরিশতাদের দিক নির্দেশনা দিয়ে রেখেছেন যারা সালাের আগে পরে মসজিদে বসে তাদের জন্য ক্ষমা প্রার্থণা করার জন্য এই বলেঃ


اللَّهُمَّ اغْفِر لَهُ


 ‘হে আল্লাহ তাকে ক্ষমা করুন’,


اللَّهُمَّ ارْحَمْهُ


 ‘হে আল্লাহ তার প্রতি রহম করুন।’ 


(সহিহ বুখারী, হাদিস নং ৪৪৫) (ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩২)

 
Top