৬. স্বামীর সেবা যত্ন করা


তার জিনিসপত্রকে নিজের মনে করে সংরক্ষণ করা, তার চাহিদা মতে খাবার তৈরি করা, তার উযূ-গোসলের পানি তৈরি রাখা এবং স্বামীর পোশাকাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতি খেয়াল রাখা স্ত্রীর উচিত। হযরত আয়িশা (رضي الله عنه) বলেন-

 كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ،

আমি রাসূলুল্লাহ ’র কাপড় থেকে নাপাক ধৌত করতাম, অতঃপর তিনি (তা পরিধান করে) নামাযের জন্য (মসজিদে) গমন করতেন। ১১৩

১১৩.বুখারী, খণ্ড ১, পৃ. ৩৬


স্বামীর কাপড় ধৌত করলে স্ত্রীর মর্যাদা কমে না বরং স্বামীর অন্তরে মহান মর্যাদার অধিকারীনী হয় এবং উভয়ের মধ্যে অকৃত্রিম ভালোবাসা সৃষ্টি হয়।


হযরত আয়িশা (رضي الله عنه) বলেন-

 كُنْتُ أَصْنَعُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ آنِيَةٍ مِنَ اللَّيْلِ مُخَمَّرَةً، إِنَاءً لِطَهُورِهِ، وَإِنَاءً لِسِوَاكِهِ، وَإِنَاءً لِشَرَابِهِ

আমি রাসূলুল্লাহ (ﷺ) ’র জন্য রাতে তিনটি পাত্রের ব্যবস্থা করে রাখতাম। ১. পানির পাত্র (যা দ্বারা তিনি ইস্তিঞ্জা ও উযূ করতেন) ২. মিসওয়াক ও ৩. পানি পান করার পাত্র। ১১৪

১১৪.ইবনে মাজাহ, পৃ. ৩০

 

হযরত আবদুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه) মারফু হাদিসে বর্ণনা করেন- রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন-

 خد متكت زوجتك صدقة 

তোমার স্ত্রী তোমার সেবা করা সাদকা স্বরূপ। ১১৫

১১৫.আলাউদ্দিন আলী ইবনে হুসমামউদ্দিন র (৯৭৫হি.),কানযুল উম্মাল, খণ্ড ১৬, পৃ. ১৬৯

 
Top