বিষয় নং-৬: কোনো সনদের ক্ষেত্রে একজন রাবীর হেফ্যে (স্মৃতিশক্তিতে) সামান্য দুর্বলতা দ্বারা হাদিস ‘হাসান’ হয়, যঈফ নয়:


হাদিস শাস্ত্রে একজন রাবী হেফ্যে সামনে ক্রুটিযুক্ত হলে তার হাদিস ‘হাসান’ স্তরে উপনীত হবে, এটাই উসূলে হাদিসের নীতি। বর্তমান আহলে হাদিসগণ ফিতনা ছড়াচ্ছে যে, রাবীর এ ধরনের সমস্যার দ্বারা হাদিস যঈফ হয়ে যাবে। এ বিষয়ে আমি কতিপয় বিজ্ঞ মুহাদ্দিসদের অভিমত পেশ করবো, ইন শা আল্লাহ।


১. হাফেজুল হাদিস ইমাম জালালুদ্দীন সুয়ূতি (رحمة الله) {ওফাত. ৯১১ হি.} বলেন-

فَإِنْ خَفَّ الضَّبْطُ فَهُوَ الْحَسَنُ لِذَاتِهِ.

-‘‘বর্ণনাকারীর সংরক্ষণ শক্তি সামান্য দুর্বল হলে সে হাদিসকে ‘‘হাসান লি জাতিহী’’ বলা হয়।’’  ৭১

➥৭১. ইমাম সুয়ূতী, তাদরীবুর রাবী, ১/১৭৩পৃ. দারু তৈয়্যব, বয়রুত, লেবানন।


২. ইমাম ইবনে হাজার আসকালানী (رحمة الله) লিখেন-

فَإِنْ خَفَّ الضَّبْطُ: فَالْحَسَنُ لِذَاتِهِ، وَبِكَثْرَةِ طُرُقِهِ يُصَحَّحُ

-‘‘বর্ণনাকারীর সংরক্ষণ শক্তি যদি সামান্য ক্রটিযুক্ত হয়, অতঃপর সে হাদিসের মান ‘হাসান লিজাতিহি’ এবং এ জাতীয় হাদিস যখন অনেক সূত্রে বর্ণিত হবে সেটিকে তখন সহীহ (লিগাইরিহী) বলা হয়।’’  ৭২

➥৭২. ইবনে হাজার আসকালানী, নুখবাতুল ফিকর, ১/৭৮ পৃ. 


৩. ড. মাহমুদ আত-ত্বহান লিখেন-

فإن خف الضبط، فالحسن لذاته

-‘‘বর্ণনাকারীর সংরক্ষণ শক্তি সামান্য দুর্বল হলে সে হাদিসকে ‘‘হাসান লি জাতিহী’’ বলা হয়।’’  ৭৩

➥৭৩. ড. মাহমুদ আত্-ত্বহান, তাইসিরুল মাসতালিউল হাদিস, ৫৮ পৃ.।


৪. মাওলানা জাফর আহমদ উসমানী বলেন-

فان خف الضبط والصفات الاخرى فيه فهو الحسن-

-‘‘রাবীর যবত (সংরক্ষণগুণ) সামান্য দুর্বল হয়ে সহীহ হাদিসের সকল শর্ত বিদ্যমান থাকলে তাকে হাদিসে ‘হাসান’ বলে।’’ ৭৪

➥৭৪. কাওয়াইদ ফি উলূমিল হাদিস, ৩৪ পৃ.


৫. আল্লামা আমির সান‘আনী লিখেন-

فَإِنْ خَفَّ الضَّبْطُ (مَعَ بَقِيَّةِ الشُّرُوطِ الْمُتَقَدِّمَةِ فِي الصَّحِيحِ) (فَالْحَسَنُ لِذَاتِهِ) وَبِكَثْرَةِ الطُّرُقِ يُصَحَّحُ (فَيُسَمَّى الصَّحِيحُ لِغَيْرِهِ)

-‘‘বর্ণনাকারীর সংরক্ষণ শক্তি যদি সামান্য ক্রটিযুক্ত হয়, (এছাড়া সহীহ হওয়ার বাকি শর্তসমূহে সে সনদে রাবীর থাকে) অতঃপর সে হাদিসের মান ‘হাসান লিজাতিহি’ এবং এ জাতীয় হাদিস যখন অনেক সূত্রে বর্ণিত হয় সেটি সহীহ (সহীহ (লিগাইরিহী) বলা হয়।’’ (সান‘আনী, সবলুস সালাম, ২/৭২২ পৃ.)

 
Top