বিজ্ঞানের দৃষ্টিতে বেপর্দার কুফল


সিসিলির একজন বিখ্যাত অমুসলিম যৌনরোগ বিশেষজ্ঞ। তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে বলেন, আমার দৃষ্টিতে নারী-পুরুষের অবাধ মেলামেশা, আত্মীয়স্বজনদের নির্বিঘেœ ঘরে যাতায়াত করা, সাধরণ আত্মীয়স্বজন বিনা অনুমতিতে ঘরে অবস্থান করা এবং চা পান করা সার্বিকভাবে ক্ষতিকর। আর এর প্রভাব কয়েক পুরুষ পর্যন্ত বিস্তার লাভ করে। এর দ্বারা নারীর প্রকৃত যৌন সৌন্দর্য, নারীত্ব এবং যৌনশক্তি অনেক কমে যায়।


তিনি আরো বলেন, আমি এরূপ মেলামেশায় নারীদেরকে অন্যান্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে দেখেছি। এ মেলামেশার দরুন তালাকের আধিক্য দেখতে পেয়েছি। যেনা এবং অপকর্ম বৃদ্ধি পেতে দেখেছি। ঘর উজার হয়ে যেতে দেখেছি। আত্মহত্যা করতে দেখেছি। নারী-পুরুষের জেলে যেতে দেখেছি। এসব কিছুর মূলে রয়েছে ঘরে যে কোনো নারী-পুরুষের অবাধে যাতায়াত করা। এছাড়া আর কিছু নয়।


শরয়ী পর্দা ছেড়ে দেয়ার ফলে একজন অমুসলিম প্রায় পনেরোশ বছর পর এতগুলো ক্ষতির বর্ণনা দিয়েছেন। অথচ প্রিয়নবী (ﷺ) শরয়ী পর্দার আদেশ দিয়েছেন প্রায় পনেরোশ বছর পূর্বে। তিনি আমাদেরকে সকল ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছেন আজ হতে প্রায় দেড় হাজার বছর আগে।

 
Top