নবীজির হাত মুবারকঃ 


নবীজি (ﷺ) এর পবিত্র হাত মুবারক ছিল নরম ও মোলায়েম। তিবরানী মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, “তিনি হুজুর পাক (ﷺ) এর হাত মুবারক সম্পর্কে তার পিতাকে জিজ্ঞেস করেছিলেন। উত্তরে তিনি বলেছিলেন, আমি একদা রাসুলে খোদা (ﷺ) এর নিকট উপস্থিত হই এবং তাঁর সাথে মুসাফাহা করি। আমার মনে হলো হুজুর (ﷺ) এর হাত মুবারক রেশমের চেয়ে নরম এবং বরফের চেয়ে ঠান্ডা।”


বায়হাকী ও তিবরানী শরীফে হযরত ওয়ায়েল ইবন হাজর (رضي الله عنه) থেকে বর্ণনা করা হয়েছে- “আমি যখনই হুজুর পাকের সাথে মুসাফাহা করতাম তখন তাঁর হাত মুবারক স্পর্শ করার কারণে আমার হাত এতো সুরভিত হয়ে যেতো যে, সমস্ত দিনভর আমার হাতে থেকে ঘ্রাণ নিতে থাকতাম। হাত থেকে মেশক আম্বরের চেয়ে অধিক ঘ্রাণ বের হতো।” 


হযরত সাআদ ইবনে আবী ওয়াক্কাস (رضي الله عنه) বর্ণনা করেন, “একদা আমার অসুস্থতায় হুজুর পাক (ﷺ) আমাকে দেখতে এলেন। তিনি স্বীয় হাতখানা আমার কপালের উপর রাখলেন। এরপর আমার চেহারা, বুক ও পেটের উপর স্বীয় পবিত্র হাত মুবারক বুলিয়ে দিলেন। এতে আমার অনুভব হলো, এখন পর্যন্ত তাঁর হাতের শীতলতা আমার কলিজা পর্যন্ত বিরাজ করছে।”

 
Top