31 - بَابُ مَا جَاءَ فِي نَسْخِ التَّطْبِيْقِ

105 - أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِيْ يَعْفُوْرَ، عَنْ مَنْ حَدَّثَهُ، عَنْ سَعْدِ بْنِ مَالِكٍ ، قَالَ: كُنَّا نُطَبِّقُ، ثُمَّ أُمِرْنَا بِالرُّكَبِ.


বাব নং ৪৬. ৩১. তাতবীক রহিত হওয়ার বর্ণনা


১০৫. অনুবাদ:- ইমাম আবু হানিফা আবি ইয়াফুর থেকে, তিনি হযরত সা’দ ইবনে মালিক (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা তাতবীক করতাম, এরপর আমাদের প্রতি নির্দেশ হলো, যেন আমরা হাঁটু আঁকড়িয়ে ধরি। (আল-মুস্তাদরাক, ১/৩৪৬/৮১৫)

ব্যাখ্যা:- تَّطْبِيْقِ হলো উভয় হাত মিলিয়ে উভয় রানের মাঝে চেপে ধরা। প্রথমে প্রথমে এভাবেই রুকু করতে হতো। পরে রাসূল (ﷺ) ’র নির্দেশে এই পদ্ধতি রহিত হয়ে যায় এবং রুকু করার সময় হাত দ্বারা হাঁটু ধরার সুন্নত চালু হয় এখনো তা অব্যাহত আছে। রহিত সম্পর্কে এই হাদিস প্রমাণ বহন করে। এছাড়া অন্যান্য সহীহ হাদিসেও এর প্রমাণ রয়েছে। হানাফী মাযহাব সহ অন্যান্য ওলামায়ে কিরাম এই আমলের উপর বিদ্যমান।

 
Top