৬- بَابُ مَا جَاءَ فِيْ عَدَمِ الطَّلَاقِ بِمُجَرَّدِ التَّخْيِيْرِ

٢٩١- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيْمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَيَّرَنَا رَسُوْلُ اللهِ ، فَاخْتَرْنَاهُ، فَلَـمْ يَعُدَّ ذَلِكَ طَلَاقًا.


বাব নং ১৩৯. ৬. কেবল অধিকার দিলেই তালাক হয়না


২৯১. অনুবাদ: ইমাম আবু হানিফা হাম্মাদ থেকে, তিনি ইব্রাহীম থেকে, তিনি আসওয়াদ থেকে, তিনি আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  আমাদেরকে (তালাক নেওয়ার) অধিকার দিয়েছেন। কিন্তু আমরা তাঁকেই গ্রহণ করলাম। অতএব এটি তালাকের মধ্যে গণ্য হয়নি। 

(মুসলিম, ৪/১৮৬/৩৭৫৭)


ব্যাখ্যা: এই হাদিস দ্বারা বুঝা যায় যে, যদি স্বামী স্বীয় স্ত্রীকে তালাক নেওয়ার অধিকার দেয় আর স্ত্রী নিজেকে তালাক দিয়ে দেয় তবে তালাক কার্যকর হবে। আর যদি তালাক নেওয়ার পরির্বতে স্বামীকেই গ্রহণ করে নেয় তবে তালাক হবে না। স্বামীর পক্ষ থেকে শুধু এরূপ অধিকার পাওয়ার দ্বারা তালাক হয় না।
 
Top