কিতাবঃ আদর্শ জীবনের বাণী
সম্পাদনা ও সংকলনেঃ সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা।
Text Ready by (Masum Billah Sunny)

৫৩) মুখের সম্মুখে এমন বিদ্যার কথা বলিও না, যাহা সেজন বুঝিতে না পারে, বলিলে সে তােমাকে মূর্খ ও মিথ্যাবাদী ভাবিবে ।
- হযরত আলী (রাঃ)

৫৪) দুষ্টু লােককে তার দুষ্টামিই গ্রাস করবে, আপন পাপ রাশিতেই সে লত বাঁধা পড়বে ।
- হযরত সােলায়মান (আঃ)

৫৫) মানব জীবনের সব চাইতে কৃতিত্ব হইতেছে মুখের ভাষাকে আয়ত্বে রাখিতে সমর্থ হওয়া ।
- ইমাম গাজ্জালী (রহঃ)

৫৬) ক্ষমতা না থাকিলে শত্রুর সম্মুখীন হইও না ।
- হযরত আলী (রাঃ)।

৫৭) যদি কেহ তােমার সম্পর্কে সুধারণা পােষণ করে, তবে তুমি তার সে 'সু ধারণা যে সত্য তা দেখাতে চেষ্টা কর ।
-হযরত আলী (রাঃ)

৫৮) ব্যক্তিত্ব গঠন এবং মর্যাদা প্রাপ্তির সর্বোত্তম পন্থা হলাে উদারতা ।
- হযরত ইমাম হুসাঈন (রাঃ)

৫৯) নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছু তুচ্ছজ্ঞান করার নামই আত্মপ্রশান্তি (স্বার্থপরতা) এবং ইহা  একটি মারাত্মক চারিত্রিক দোষ।
-ইমাম গাজ্জালী (রহঃ)

৬০) সৎ কাজ, সৎ ব্যবহার এবং সৎ স্বভাব মানুষকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করে কিন্তু অন্যায় মানুষকে চরম মানহানি করে।
- হযরত সােলায়মান (আঃ)

৬১) যে ব্যক্তি হালাল পথে রােজগার করে সেই প্রকৃত মুসলমান।
- হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)

৬২) যে আমার একটি ভুল আমাকে উপহার দেয় আল্লাহ তার উপর করুণা করুন।
- হযরত ওমর (রাঃ)

৬৩) যে ব্যক্তি অপরের দোষের কথা তােমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে।
- হযরত হাছান বসরী (রাঃ)

৬৪) উচ্চাকাঙ্খা এমন এক বাহন যাতে আরোহণ করার পরিণাম সীমাহীন ক্লান্তি ছাড়া আর কিছুই নয় । লােভ-লালসা, অহংকার এবং পরশ্রীকাতরতা মানুষকে অসীম পাপের পথে ঠেলে দেয়। যারা জানে সাফল্য কামনা করে, তাদেরকে উপরােক্ত বিষয় গুলির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে ।
- হযরত আলী (রাঃ)

৬৫) অসৎ লােকের ধন-দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদ-আপদের কারণ হয়ে দাঁড়ায়।
- হযরত আলী (রাঃ)

৬৬) জ্ঞানী লােক অন্যের কাছ থেকে উপদেশ লাভ করে এবং নিজেকে উপদেশ দানের পাত্র বলে মনে করে না।
- হযরত আলী (রাঃ)

৬৭) পরশ্রীকাতর এবং লােভী ব্যক্তি কখনাে শান্তি লাভ করে না।
- রাবেয়া বসরী (রাঃ)

৬৮) ভদ্র লােক মানে সদাশয় ব্যক্তি যিনি দয়ালু, নিজের উন্নতির সাথে। সেই সাথে পরের সুখ ও মঙ্গল কামনা করেন, তিনিই প্রকৃত ভদ্রলােক।
- হযরত শেখ সাদী (রহঃ)

 
Top