হযরত মু’য়ায ইবনে জাবাল (রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্নিত,রসুলে পাক (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেন,

নবীগণের যিকির হল ইবাদত,সালেহীনদের(ওলীদের) যিকির হল গুনাহের কাফফারা, মওতের যিকির বা স্বরণ হল সদকার সমতুল্য,কবরের কথা যিকির বা স্বরণ করলে তা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেবে।

Reference :

★ ইমাম দায়লামীঃ আল মুসনাদুল ফিরদাউসঃ ১/৮২পৃঃ।

★ ইমাম সূয়ূতীঃ জামেউস সগীরঃ১/৬৬৫, হাদিসঃ ৪৩৩১।

★ ইমাম দায়লামী হাদিসটিকে “হাসান” বলেছেন কিন্তু ইমাম সূয়ূতী সনদে একজন রাভী দুর্বল হওয়ার কারণে হাদিসটিকে “দ্বঈফ” বলেছেন।

★ ইমাম সূয়ূতীঃ জামিউল হাদিসঃ১৩/৪০পৃঃ, হাদিসঃ১২৫০২।

★ মুত্তাকী হিন্দীঃ কানযুল উম্মালঃ পৃঃ ১৫/৮৬৪, হাদিসঃ ৪৩৪৩৮ ও ১৫/৯১৮পৃঃ,হাদিসঃ ৪৩৫৮৪

★ আযলুনীঃ কাশফুল খাফাঃ ১/৪৮০পৃঃ হাদিসঃ ১৩৪৫

★ ইমাম নাবহানীঃ ফতহুল কবীরঃ২/১১৫পৃঃ হাদিসঃ ৬৪৫৯

★ ইমাম মানাবীঃ ফয়জুল কাদীরঃ ৩/৫৬৪পৃঃ তিনি বলেন সনদটি দুর্বল।

 
Top