১৩- كِتَابُ التَّدْبِيْرِ وَالْوَلَاءِ

১- بَابُ مَا جَاءَ فِيْ بَيْعِ الْـمُدَبَّرِ

٣٠٢- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، أَنَّ عَبْدًا كَانَ لِإِبْرَاهِيْمَ بْنَ نُعَيْمٍ النَّحَّامُ فَدَبَّرَهُ، ثُمَّ احْتَاجَ إِلَىٰ ثَمَنِهِ، فَبَاعَهُ النَّبِيُّ  بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ.

وَفِيْ رِوَايَةٍ: أَنَّ النَّبِيَّ  بَاعَ الْـمُدَبَّرَ.



১৩. মরণোত্তর আযাদ অধ্যায়


বাব নং ১৪৯. ১. মরণোত্তর আযাদ গোলাম বিক্রয়


৩০২. অনুবাদ: ইমাম আবু হানিফা আতা থেকে, তিনি জাবির ইবনে আবদুল্লাহ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, ইব্রাহীম ইবনে নুয়াইম নাহ্হাম’র একজন গোলাম ছিল, যাকে তিনি মরণোত্তর আযাদ করে দিয়েছেন। অতঃপর তার (গোলামের) মূল্য তার প্রয়োজন হলে নবী করমি (ﷺ)  আটশত দিরহাম দিয়ে তাকে বিক্রয় করে দেন। অন্য বর্ণনায় আছে, নবী করমি (ﷺ)  গোলামকে বিক্রয় করে দিয়েছেন। 

(মা’রিফাতুস সাহাবা, ২/৩১৮/৬৯১)


ব্যাখ্যা: মুদাব্বার গোলাম বলা হয় যার মুনিব তাকে বলে যে, যদি আমি মৃত্যুবরণ করি তবে তুমি স্বাধীন।


❏ইমাম শাফেঈ (رضي الله عنه)’র মতে এ ধরনের গোলাম বিক্রয় করা জায়েয। ইমাম আবু হানিফা (رضي الله عنه)’র মতে জায়েয নেই। তিনি দলীল হিসাবে ইবনে ওমর (رضي الله عنه)’র মারফু হাদিস পেশ করেন, যা দারেকুতুনী বর্ণনা করেন। এতে আছে,المدبر لا بياع ولايوهب وهو حر من ثلث المال “মুদ্দাব্বার গোলাম বিক্রি করা যাবে না এবং দানও করা যাবে না আর সে সম্পদের এক তৃতীয়াংশ দ্বারা স্বাধীন।”  ১৯৩

➥ দারে কুতনী, খন্ড ৪, পৃষ্ঠাঃ  ১৩৮, হাদিস নং ৫০

 
Top