যে পথিমধ্যে বালিকার প্রতি হাত বাড়িয়েছিল সেই ব্যক্তির খবর 


হাদিস ১৭:


أخرج ابن سعد والحاكم وصححه والبهقي، عن أبي شهم قال: رأيت جارية في بعض طرق المدينة فأهويت بيدي إلى خاصرتها، فلما كان من الغد أتى الناس النبي ﷺ ليبايعوه، فبسطت يدي فقلت : با يعني فو الله لا أعود أبدا قال: فنعم إذا


আবু হায়ছাম(رضي الله عنه) বর্ণনা করেন। আমি মদীনার পথে এক বালিকাকে দেখে তার কোমরের দিকে হাত বাড়িয়ে দিলাম। পরদিন কিছু লােক বায়াতের জন্যে রাসূলুল্লাহ (ﷺ)এর কাছে এলে আমিও আপন হাত বায়াতের জন্যে বাড়িয়ে দিলাম। বললামঃ ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমাকে বয়াত করুন। তিনি বললেনঃ তুমি তাে কাল আপন হাত বালিকার দিকে বাড়িয়েছিলে। আমি আরয করলামঃ ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমাকে বয়াত করুন। আল্লাহর কসম, আমি সারাজীবন এরূপ কাজ কখনও করব না। তিনি বললেন : আমি তােমার বয়াত কবুল করছি। 

 
Top