এক চোরের খবর


হাদিস ১৮:


اخرج الحاكم وصححه، عن الحارث بن حاطب أن رجلا سرق على عهد رسول اللّٰه ﷺ فأتي به، فقال: اقتلوه، فقالوا: أغا سرق. قال : فاقطعوه، ثم سرق أيضا فقطع، ثم سرق على عهد أبي بكر فقطع، ثم سرق فقطع حتى قطعت قوائمه، ثم سرق الخامسة فقال أبوبكر: كان رسول الله صلى الله عليه وسلم أعلم بهذا حيث أمر بقتله اذهبوا به فاقتلوه فقتلوه 

হারেছ ইবনে হাতের(رضي الله عنه) বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর আমলে এক ব্যক্তি চুরি করল। তাকে পাকড়াও করে হুযুর (ﷺ) এর কাছে আনা হলে তিনি বললেন : একে হত্যা কর। আরজ করা হল, সে কেবল চুরি করেছে (হত্যাযোগ্য অপরাধ করেনি)। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তার হাত কেটে ফেল। এরপর লােকটি পুনরায় চুরি করলে তার দ্বিতীয় হাতও কাটা হল। এরপর সে হযরত আবু বকর (رضي الله عنه) এর খেলাফত কালে চুরি করলে তার একটি পা কর্তন করা হল। অতপর সে চতুর্থ বার চুরি করলে তার অপর পা কর্তিত হওয়ার পর সে পঞ্চমবার চুরি করল। হযরত আবু বকর (رضي الله عنه) বললেন : রাসূলুল্লাহ (ﷺ) তার বেহায়াপনা সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ছিলেন। তাই প্রথমেই তাকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। সুতরাং এখন তাকে নিয়ে যাও এবং হত্যা কর। সুতরাং তাই করা হল।

 
Top