হারেছ ইবনে আবদে কেলালের আগমন


হাদিস ৬:


قال الهمداني في (الأنساب) : وفد الحارث بن عبد کلال الحميري أحد أقيال اليمن إلى النبي صلى الله عليه وسلم، فقال أن يدخل عليه : يدخل عليكم من هذا الفج رجل كريم الجدين، صبيح الخدين، فدخل الحارث فاسلم فاعتنعه وافرشه رداءه،

হারেছ ইবনে আবদে কেলাল হেমইয়ারী এয়মনের একজন বাদশাহ ছিলেন। সে ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)কাছে আসার পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) ছাহাবায়ে-কেরামকে বললেনঃ তোমাদের কাছে একজন সম্রান্ত ও গৌরবদীপ্ত ব্যক্তি আসছে। এর পর হারেছ আসেন এবং মুসলমান হয়ে যান। রাসূলুল্লাহ (সঃ) তার সাথে কোলাকুলি করলেন এবং স্বীয় চাদর তাঁর জন্যে বিছিয়ে দিলেন।

 
Top